বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহীর চারঘাটে আমে কেমিক্যাল মেশানোর সময় গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আম জব্দ করেছে। আটক করা হয় আমের মালিক উত্তরমেরামতপুরের এমারুল হককে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম কেমিক্যাল মেশানোর দায়ে আমের মালিক এমারুল হককে ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৪২ ধারা মোতাবেক দোষী সাব্যস্থ করে নগদ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ডের আদেশ দেন। জব্দকৃত কেমিক্যাল মেশানো আম গুলো চারঘাট বাজারের সুইস গেটে জন সম্মুখে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক আশরাফুল ইসলাম বলেন, আম এখন পুরোপুরি পরিপক্ক। কিন্তু তার পরেও এক শ্রেণীর অস্বাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে আমের রং তৈরী করতে ইথানিল নামক কীটনাশক প্রয়োগ করছে। যা মানব দেহের জন্য ক্ষতিকর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।