Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরশাদের প্রশ্ন : বাজেট কি জনকল্যাণমুখী

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এ যাবৎকালের সর্ববৃহৎ বাজেট চার লক্ষ কোটি টাকা। শুনতে ভালো লাগে। প্রশ্ন হচ্ছে, এই বাজেট সরকার বাস্তবায়ন করতে পারবে কিনা? আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করব, নিশ্চয় এই বাজেট যেন বাস্তবায়ন করতে পারে। আরেকটা জিনিস দেখবো বাজেট জনকল্যাণমুখী কিনা? এই বাজেটে ভ্যাট ধরা হয়েছে ১৫ শতাংশ। ইতোমধ্যেই বাজারে অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে। মোটা চালের দাম ৪০ টাকার উপর চলে গেছে। এই ভ্যাটের পর জিনিসপত্রের দাম যদি আরও বাড়ে তাহলে সকলেই বিপদের সম্মুখীন হবো। বাজেট ঘোষণার দিক রাজধানীর ইম্পেরিয়াল হোটেলের হল রুমে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।
এরশাদ বলেছেন, সরকারের কাছে আবেদন থাকবে, আপনারা বাজেট বাস্তবায়ন করবেন। যাতে করে এই বাজেটের মধ্য দিয়ে আমাদের গরীব মানুষগুলো একটু সুখের মুখ দেখেন। আমরা আশাবাদী। আমরা আল্লাহর কাছে রহমত চাই। ইসলাম সারা বিশ্বে বিপদে সম্মুখীন। আমাদের বানানো হচ্ছে সন্ত্রাসী। বাংলাদেশে ইসলাম যেন প্রতিষ্ঠিত হয় সে বিষয়ে আল্লাহর কাছে রহমত চাই। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে ইসলাম মসজিদ-মাদরাসায় সীমাবদ্ধ। ইসলাম যেন ঘরে ঘরে যায় এ জন্য সকলেই দোয়া করবেন। পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন, লন্ডনে সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা দুঃখিত। কিন্তু প্রতিদিন কত হাজার মুসলমান মারা যাচ্ছে! আপনারা কেন লিবিয়া গেলেন, কেন বোম্বিং করলেন? আমাদের ধ্বংস করছেন আপনারা; গৃহহারা করছেন আপনারা। আর আমাদের কেন দোষারোপ করছেন? একটি ছেলে যদি দেখে তার বাবা-মা মারা  গেছে বোমায়; বাড়ি ধ্বংস হয়ে গেছে; তাহলে তো তার প্রতিশোধের মন জাগবেই। আমাদের ইসলাম সেটা বলে না। তবুও মানুষ তো মানুষই। আমাদের দোষারোপ করবেন না। আপনি ইরাক ধ্বংস করেছেন, লিবিয়া ধ্বংস করেছেন, সিরিয়া ধ্বংস করেছেন। আপনি কী পৃথিবীর মালিক যে, যে কোনো দেশে আপনি যাবেন, আর ধ্বংস করবেন? আর আমাদের দোষারোপ করেন আমরা সন্ত্রাসী। আমরা সন্ত্রাসী নই, মুসলমান সন্ত্রাসী হতে পারে না। জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমূখ।




 

Show all comments
  • তানিয়া ৩ জুন, ২০১৭, ২:০৮ এএম says : 0
    অবশ্যই না।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৩ জুন, ২০১৭, ১১:৫৮ এএম says : 0
    সাবেক প্রসিডন্ট হোসেইন মোহাম্মদ এরশাদ এখানে খুবই সত্য কথা সাহসিকতার সাথে বলেছেন বিশ্বের শক্তিধর রাষ্ট্রের উদ্দেশ্যে। আমি জানি তিনি অত্যান্ত মেধাসম্পন্ন ব্যাক্তি উনি কখন কোন কথাটা বলা দরকার এটা ভালভাবে জানেন এবং সেভাবেই বলেন। তিনি সুন্দর ভাবে বাজেটের খারাপ দিক তুলে ধরেছেন বিরুধিতা না করে এবং তিনি অপেক্ষায় আছেন এটা বলে বাজেট বাস্তবায়নে এবার সরকারকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এটাও বুঝালেন। তিনি অত্যান্ত ধুরন্ধর ব্যাক্তি ছাই দিয়েও তাকে ধরা খুবই মুশকিল। ইসলাম নিয়ে যেসব বলেছেন এটাই প্রকৃত চিত্র; ইসলামে বিশ্বাসীরা মানে মুসলমান এখন সারা বিশ্বে এক পক্ষ হয়ে গেছে বাকীরা সবাই অপরপক্ষ এটাই সত্য। ইসলামকে বাঁচাতে হলে ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এর কোন বিকল্প নেই। আমরা মুসলমানদের ঘরে জন্ম নিয়ে মুসলমান হিসাবে পরিচিত হয়েছি মাত্র; কিন্তু আমরা প্রকৃত মুসলমান হতে পারিনি এটাই সত্য। আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে প্রকৃত মুসলমান হবার যোগ্যতা দান করুন। আমীন
    Total Reply(0) Reply
  • S. Anwar ৩ জুন, ২০১৭, ৮:২০ পিএম says : 0
    চাচাজান, বাপের ব্যাটার লাহান কথাগুলা কইছেন। এর লেইগ্গা আপনেরে বহুত বহুত ধন্যবাদ। তয় চাচাজান আর একখান কথা, আপনেতো মাশাল্লাহ আমাগো প্রধানমন্ত্রীর বিশেষ দুত অইয়া সরকারের ঘরেই বসবাস করেন। এই বাজেটখান করনের সময় আপনের হাভাতে ভাতিজাগো অভাব-কষ্ট আর ক্ষুধা যন্ত্রণার কথাডা মনে রাইখ্খা আমাগো বেবুঝ সরকারের অর্থ মন্ত্রীরে আপনে থোড়া বুদ্ধি-পরামর্শ দিবার পারেন নাই? ওরাতো যেই বাজেট দিছে আমাগো নাড়ি-ভুড়ি সব বাইর কইরা ফালাইবো চাচা। আর দুনিয়ার সম্বন্ধে যা কইছেন দেশের বাইরে কেউ হুনবো না আপনের প্যাঁচাল। ফাউ কথা না কইয়া এই লুটপাটের বাজেট টারে কাইট্টা-কুইট্টা কেমনে ছোট্ট করবেন পারলে হেই কথা কন। লোকে কয় আপনের বুদ্ধি নাকি ঢেঁকির লাহান বিরাট। পারলে ভাতিজাগো লেইগ্গা কিছু একটা করেনগো চাচাজান। নইলে এইবার মরলে আর বাঁচুম না.!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ