পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এ যাবৎকালের সর্ববৃহৎ বাজেট চার লক্ষ কোটি টাকা। শুনতে ভালো লাগে। প্রশ্ন হচ্ছে, এই বাজেট সরকার বাস্তবায়ন করতে পারবে কিনা? আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করব, নিশ্চয় এই বাজেট যেন বাস্তবায়ন করতে পারে। আরেকটা জিনিস দেখবো বাজেট জনকল্যাণমুখী কিনা? এই বাজেটে ভ্যাট ধরা হয়েছে ১৫ শতাংশ। ইতোমধ্যেই বাজারে অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে। মোটা চালের দাম ৪০ টাকার উপর চলে গেছে। এই ভ্যাটের পর জিনিসপত্রের দাম যদি আরও বাড়ে তাহলে সকলেই বিপদের সম্মুখীন হবো। বাজেট ঘোষণার দিক রাজধানীর ইম্পেরিয়াল হোটেলের হল রুমে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।
এরশাদ বলেছেন, সরকারের কাছে আবেদন থাকবে, আপনারা বাজেট বাস্তবায়ন করবেন। যাতে করে এই বাজেটের মধ্য দিয়ে আমাদের গরীব মানুষগুলো একটু সুখের মুখ দেখেন। আমরা আশাবাদী। আমরা আল্লাহর কাছে রহমত চাই। ইসলাম সারা বিশ্বে বিপদে সম্মুখীন। আমাদের বানানো হচ্ছে সন্ত্রাসী। বাংলাদেশে ইসলাম যেন প্রতিষ্ঠিত হয় সে বিষয়ে আল্লাহর কাছে রহমত চাই। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে ইসলাম মসজিদ-মাদরাসায় সীমাবদ্ধ। ইসলাম যেন ঘরে ঘরে যায় এ জন্য সকলেই দোয়া করবেন। পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন, লন্ডনে সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা দুঃখিত। কিন্তু প্রতিদিন কত হাজার মুসলমান মারা যাচ্ছে! আপনারা কেন লিবিয়া গেলেন, কেন বোম্বিং করলেন? আমাদের ধ্বংস করছেন আপনারা; গৃহহারা করছেন আপনারা। আর আমাদের কেন দোষারোপ করছেন? একটি ছেলে যদি দেখে তার বাবা-মা মারা গেছে বোমায়; বাড়ি ধ্বংস হয়ে গেছে; তাহলে তো তার প্রতিশোধের মন জাগবেই। আমাদের ইসলাম সেটা বলে না। তবুও মানুষ তো মানুষই। আমাদের দোষারোপ করবেন না। আপনি ইরাক ধ্বংস করেছেন, লিবিয়া ধ্বংস করেছেন, সিরিয়া ধ্বংস করেছেন। আপনি কী পৃথিবীর মালিক যে, যে কোনো দেশে আপনি যাবেন, আর ধ্বংস করবেন? আর আমাদের দোষারোপ করেন আমরা সন্ত্রাসী। আমরা সন্ত্রাসী নই, মুসলমান সন্ত্রাসী হতে পারে না। জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।