Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার পাশে বাইপাস রোড নির্মাণের প্রস্তাব সংসদীয় কমিটির

রাজধানীর যানজট নিরসনের উদ্যোগ

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর যানজট নিরসনে ঢাকা শহরের পাশ দিয়ে লিংক রোড এবং বাইপাস রোড নির্মাণ করার প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।  ঢাকা শহরের চারি দিকে তিনটি রোড এবং আটটি রেডিয়াল রোড করার প্রস্তাব দেয়া হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়েকে এ প্রস্তাব দেয়া হয়েছে বলে কমিটির সভাপতি টিপু মুন্শি ইনকিলাবকে জানান। সভাপতি বলেন, যানজটে নাকাল রাজধানীবাসীকে বাঁচাতে হলে বিদ্যমান রাস্তাগুলো প্রসস্তকরণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ঢাকা শহরের পাশ দিয়ে লিংক রোড এবং বাইপাস রোড নির্মাণ করতে সড়ক ও পরিবহন বিভাগকে প্রস্তাব দেয়া হয়েছে। সেই সঙ্গে ফুটপাত দখলমুক্ত করা, উল্টোপথে গাড়ী চলাচল রোধ সর্বোপরি আইন ভঙ্গের জন্য মামলা করার নিদের্শনা দেয়া হয়েছে।
ঢাকা শহরের চারি দিকে তিনটি রোড এবং আটটি রেডিয়াল রোডের প্রস্তাব করা হয়। রিং রোড গুলো হচ্ছে, ইনার রিং রোড, তেরমুখ আব্দুল্লাহপুর, গাবতলী, রায়ের বাজার, বাবু বাজার, সদরঘাট, ফতুল্লাহ, চন্দ্রা, সাইবোর্ড, সিমরাইল ডেমরা ও বালু নদী। মিডিল রিং রোড গুলো হচ্ছে, আটপুরা, ঢাকা বাইপাস, ভুলতা, কাঁচপুর, নারায়নগঞ্জ, ঝিলমিল, ওয়েষ্টান বাইপাস। এছাড়া আউটার রিং রোড গুলো হচ্ছে, হেমায়তপুর, কালাকান্দি, মদনপুর, ডেমড়া, বাইপাইল ও গাজীপুর। জনগনের সর্বাধিক ব্যবহৃত স্থান বিবেচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সাথে সমন্সয় করে ঢাকা শহরে বিভিন্ন স্থানে চলন্ত সিঁডিসহ ফুটওভার ব্রিজ আন্ডারপাস নির্মাণ করার সুপাশি করা হয়। এছাড়া ঢাকা শহরকে যানজটমুক্ত করতে নির্ধারিত স্থানগুলোর ভূমিতে ইউ-লুপ নির্মাণ, ফুটপাতগুলো দখলমুক্ত করা, বাসস্টপগুলো যুক্তিসংগত জায়গায় পুনর্বিন্যাস করা, কোম্পানী বা কনসোর্টিয়ামের মাধ্যমে বাস পরিচালনা করা, নির্ধারিত সড়কগুলোতে বে পদ্ধতি চালু এবং নির্মিত বাস টার্মিনালগুলোকে পিপিপি মডেলে বহুতল বাস টার্মিনালে রুপান্তর করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ