Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে পাকিজা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড আহত ১০

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানায় ভয়াভহ অগ্নিকান্ডের প্রায় দুই ঘন্টা পর দমকল বাহিনীর ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু আগুন পুরোপুরি ভাবে নেভাতে আরও কয়েক ঘন্টা সময় লাগে। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা দায়িত্বশীল কেউই জানাতে পারেনি। এঅগ্নিকান্ডে প্রায় ১০ জনের মতো দগ্ধ হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের  মজিদপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগার পরে মহাসড়কে কিছ’ সময়ের জন্য যানচলাচলে বিঘœ ঘটে। স্থানীয়রা জানায়, পাকিজা ডায়িং এন্ড প্রিন্টিং কারখানার স্টোর রুমের কেমিক্যাল থেকে আগুন লেগে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জনের মতো শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বিষাক্ত কেমিক্যালে আক্রান্ত একজনের অবস্থায় আশংঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে আইনুদ্দিন (৪০), নজরুল ইসসলাম (৪২), হুমায়ুন (৩৫), সোহাগ (৩৭), হাসান (৩০), মুজাহিদ (৩৫) এর পরিচয় জানাগেছে। তাদের সাভার এনাম মেডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পাকিজা শ্রমিকরা রাতের শিফটে-এ কাজে যোগদান করে। এসময় দোতলা ভবনের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুন স্টোর রুমের চারদিকে প্রিন্টিং শাখায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান,  ক্যামিক্যাল থাকায় আগুন নিয়ন্ক্রনে আনতে বেগ পেতে হয়েছে। তবে কি কারনে আগুন লেগেছে তা তাৎক্ষনিক জানাতে পারেননি তিনি। সাভার মডেল থানার পরিদর্শক (গোয়েন্দা) সাইফুল ইসলাম বলেন, আগুন লঅগার খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রেখেছি। তবে অগ্নিকান্ডে কেউ নিহত হওয়ার খবর আমরা পাইনি বলেন তিনি। তবে অগ্নিকান্ডের ঘটনার পর রহস্যজনক কারনে কারখানা কর্তৃপক্ষ সংবাদকর্মীদের ভিতরে প্রবেশ করতে দেয়নি। এমনকি কেউ কথাও বলতে রাজী হয়নি। তবে অগ্নিকান্ডের পর অনেককেই বলতে শুনা গেছে, কারখানাটি বীমা রয়েছে। নিজেরাই আগুন লাগিয়ে দিয়ে বীমার মোটা অংকের টাকা আদায় করার পরিকল্পনা রয়েছে তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ