রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : ষষ্ঠ শ্রেণীর এক উপজাতি ছাত্রী অপহৃত হওয়ার ৬ দিন পর কলমাকান্দা থানায় অপহরণ মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার কলমাকান্দার উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের ছোট মনগড়া গ্রামের উপজাতি পিন্টু ঘাগ্রার মেয়ে বরুয়াকোণা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী গত ২৬ মে রাতে স্কুল মাঠে উপজাতি ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ী ফেরার পথে অপহৃত হয়। এ ব্যাপারে অপহৃতার পিতা পিন্টু ঘাগ্রা অপহরণের ৬ দিন পর একই গ্রামের ফজল আলী(২৮) সহ ৪ জনকে আসামী করে ১ জুন কলমাকান্দা থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত সন্দেহে ছোট মনগড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আবুলকে (৫০) আটক করেছে। ফজল আলীর পরিবারের দাবী, তারা একে অপরের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেম নিবেদন করে আসছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের আপত্তির কারণে তারা হয়ত প্রেমের ঠানে ঘর ছেড়েছে। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর ছিদ্দিক অপহরণ মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।