Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে দুই ভাইয়ের মোটরসাইকেল চুরি

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে আপন দুই ভাইয়ের মোটরসাইকেল চুরি হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আল্লারদর্গার মিরপুরের আকমল হোসেনের বাড়ির সিঁড়ি ঘরের তালা ভেঙ্গে তার দুই ছেলের এ্যাপাসি ও ডিসকভারী নামে দু’টি মোটরসাইকেল চুরি করে সংগবদ্ধ চোরেরা। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক আলী আজম ও আলী আকবর জানান, আল্লারদর্গা বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে প্রতি দিনের ন্যায় বৃহস্পতিবার রাতেও দুই ভাই পার্শ্ববর্তী গ্রাম মিরপুরে নিজ বাড়ির সিঁড়ি ঘরের নীচে দু’টি মোটরসাইকেল রাখেন। ভোর রাতে সেহরি খেতে উঠে দেখে তাদের ব্যবহৃত মোটরসাইল দু’টি নাই এবং সিঁড়ি ঘরের তালা ভাঙ্গা। সংগবদ্ধ চোরেরা সিঁড়ি ঘরের দরজার তালা ভেঙ্গে মোটরসাইকেল দুটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় গতকাল শুক্রবার দুপুরে জিডি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ