Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণ থেকে রক্ষা করতে মেয়ে ও বাবা আহত : আটক ৩

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা: মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে মেয়েকে অপহরনের থেকে রক্ষা করতে গেলে দূর্বৃত্তরা উক্ত মেয়ে ও তার পিতাকে ধারাল অস্ত্রে মারাত্মক জখম করেছে । গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। রাতেই তাদের মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ যুবককে আটক করেছে। মেয়েটির পিতা জানায়, ২০১৫ সালে তার এ মেয়ে যখন ৮ম শ্রেনীতে পড়ে তখন উত্ত্যক্ত করার অভিযোগে প্রতিবেশী উকিল মিয়ার ছেলে সজিবের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনার পর এলাকার প্রভাবশালীদের মধ্যস্থতায় মামলা তুলে নিতে বাধ্য হয় বিনয় বিশ্বাস। এর পর থেকে বিভিন্ন ভাবে সজিব ও তার সঙ্গীরা হুমকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার রাত ১০ টারদিকে হটাৎ সজিব তার ভাই নাজমুলসহ অপরিচিত আপরো ২ জন বাড়ীর মধ্যে প্রবেশ করে উক্ত মেয়েটিকে টেনে বের করে নিতে চেষ্ঠা করে। এ সময় মেয়েটির চিৎকারে তাকে রক্ষায় এগিয়ে আসলে দূবৃত্তরা বেপরোয়া ভাবে কোপাতে কোপাতে পালিয়ে যায়। এতে মেয়ে ও তার পিতা বিনয় বিশ্বাস মারাত্মক জখম হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোসেন আল মাহবুব জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সজিব,নাজমুল সবুজ নামে তিন যুবককে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ