রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা জেলা সংবাদদাতা: মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে মেয়েকে অপহরনের থেকে রক্ষা করতে গেলে দূর্বৃত্তরা উক্ত মেয়ে ও তার পিতাকে ধারাল অস্ত্রে মারাত্মক জখম করেছে । গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। রাতেই তাদের মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ যুবককে আটক করেছে। মেয়েটির পিতা জানায়, ২০১৫ সালে তার এ মেয়ে যখন ৮ম শ্রেনীতে পড়ে তখন উত্ত্যক্ত করার অভিযোগে প্রতিবেশী উকিল মিয়ার ছেলে সজিবের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনার পর এলাকার প্রভাবশালীদের মধ্যস্থতায় মামলা তুলে নিতে বাধ্য হয় বিনয় বিশ্বাস। এর পর থেকে বিভিন্ন ভাবে সজিব ও তার সঙ্গীরা হুমকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার রাত ১০ টারদিকে হটাৎ সজিব তার ভাই নাজমুলসহ অপরিচিত আপরো ২ জন বাড়ীর মধ্যে প্রবেশ করে উক্ত মেয়েটিকে টেনে বের করে নিতে চেষ্ঠা করে। এ সময় মেয়েটির চিৎকারে তাকে রক্ষায় এগিয়ে আসলে দূবৃত্তরা বেপরোয়া ভাবে কোপাতে কোপাতে পালিয়ে যায়। এতে মেয়ে ও তার পিতা বিনয় বিশ্বাস মারাত্মক জখম হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোসেন আল মাহবুব জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সজিব,নাজমুল সবুজ নামে তিন যুবককে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।