Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডায়রিয়ায় শিশু মৃত্যুহার কমেছে

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছরে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার এক তৃতীয়াংশ কমেছে। চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যাঞ্চেট এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, নিরাপদ পানির সংস্থান ও পায়খানা ব্যবহারের হার বৃদ্ধিই মৃত্যু হার কমানোর প্রধান কারণ। এছাড়া ডায়রিয়া প্রতিরোধে নতুন আবিস্কৃত টিকাও এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে। বিশ্বে শিশু মৃত্যুর চতুর্থ কারণ এখনো ডায়রিয়া। প্রতিবছর প্রায় পাঁচ লাখ শিশু পাঁচ বছর পূর্ণ করার আগেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। তবে এ সংখ্যাটি বাস্তবের চাইতেও কম। কারণ ডায়রিয়ায় অধিকাংশ শিশু মৃত্যু ঘটে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে। যোগাযোগ সমস্যার কারণে ওই অঞ্চলে শিশু মৃত্যুর সঠিক সংখ্যা পাওয়া যায় না। গেøাবাল বার্ডেন অব ডিজেস স্টাডি থেকে নেওয়া তথ্য বিশ্লেষণ করে মার্কিন গবেষকরা দেখিয়েছেন, ডায়রিয়ায় প্রায় এক-তৃতীয়াংশ (৪২%) শিশু মৃত্যুর ঘটনা ঘটে নাইজেরিয়া ও ভারতে। রোটা ভাইরাস আর কলেরার মতো ডায়রিয়া জাতীয় রোগ ছড়ায় মূলত দূষিত পানির মাধ্যমে। এই রোগগুলো নিরাময় ও প্রতিরোধযোগ্য। গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের শিক্ষক ড. আলী মোকদাদ বলেন, ডায়রিয়া সংক্রান্ত রোগে নির্বিচারে শিশুরা আক্রান্ত হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ