বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙামাটি জেলা সংবাদদাতা : খাগড়াছড়িতে রাঙামাটি যুবলীগ নেতা নিহতের ঘটনায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লংগদু উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়। যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোমিনুল ইসলাম বলেন, ‘নয়নের লাশ নিয়ে র্যালি করে আসার পথে কিছু লোক অপ্রীতিকর ঘটনা ঘটায়। এসময় পুলিশসহ যৌথ বাহিনী ও প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। লংগদু উপজেলায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবত থাকবে।
এদিকে সকাল সাড়ে ১১টায় উপজেলা মাঠে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে প্রশাসনের পক্ষ থেকে যার যার বাড়িতে ফিরে যাওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার লংগদু উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন (৩৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।