Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ৫ সদস্য গ্রেফতার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০২ পিএম | আপডেট : ২:৪৩ পিএম, ২ জুন, ২০১৭

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাংগা, পোড়াহাটি ও পৌর এলাকার পাগলাকানাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাব শুক্রবার ভোরে ৫ জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা লাখপাড়া গ্রামের আহম্মদ সরদারের ছেলে আব্দুল লতিফ, একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহিনুর রহমান, কিনার আলী বিশ্বাসের ছেলে সাহেব আলী, গয়াসপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে জিন্নুরাইন লাল্টু ও পোড়াহাটী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল-আমিন।

গ্রেফতারকৃতরা জঙ্গি মামলার এজাহার নামীয় আসামী বলে ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ, ইঞ্জিনিয়ার্স স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ ও এএসপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় জঙ্গি মামলা নং-৩৫, তারিখ : ১৮/০৫/১৭, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(১) (ক) (খ) (২)/৮/৯/১০/১২/১৩ (৩৬) রয়েছে। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, গ্রেফতারকৃতরা গত ০৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের জঙ্গি আস্তানায় নিহত আব্দুল্লাহ, তুহিন ও পলাতক আসামী লিমনের ঘনিষ্ঠ সহযোগী। শুক্রবার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের ঝিনাইদহের একটি আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ