Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে মাদরাসার ছাত্র নিখোঁজ

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : ওসমানীনগরে মামুন মিয়া (১৩) নামের এক মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ মামুন উপজেলার দয়ামীর ইউপির রাইকদাড়া গ্রামের আলকাছ মিয়ার ছেলে ও থানাগাঁও আলিয়া মাদরাসার ছাত্র।
জানা যায়, গত বুধবার সকালের দিকে মামুন বাড়ি থেকে মাদরাসায় যায়। মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজের পিতা আলকাছ মিয়া বাদী হয়ে বুধবার রাতে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং  ১৬২৯। মামুন হালকা-পাতলা শারীরিক গঠনের। উচ্চতা ৪ ফুট। গায়ের রং শ্যামলা। মুখমন্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সবুজ রংয়ের পাঞ্জাবি ও পায়জামা। কেউ তার সন্ধান পেলে ০১৭৩৯-৩৮৬৮৩৪, ০১৭৬৩-১২৩৮৪০ নম্বরে খবর দেয়ার অনুরোধ জানিয়েছেন তার পিতা আলকাছ মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ