Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরিকুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহারের দাবি খুলনা বিভাগীয় বিএনপির

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ ৪৩জনের বিরুদ্ধে যশোরের পুলিশ সাজানো মিথ্যা মামলায় চার্জশিট প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, বৃহত্তর খুলনার কিংবদন্তীতূল্য নেতা তরিকুল ইসলাম সর্বজন শ্রদ্ধেয় একজন্য ব্যক্তিত্ব। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পটপরিক্রমায় নানা চড়াই উৎরাই পেরিয়ে জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে তিনি এক অনির্বাচিত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার চরম শিকারে পরিণত হয়েছেন। দীর্ঘ ১০ বছর গণতন্ত্রবিহীন বাংলাদেশে সব রাজনৈতিক দলকে নিয়ে যখন একটি অংশগ্রহণমূলক  নির্বাচনের প্রস্ততি গ্রহণ করছে বিএনপি, সেই সময় এ ধরনের বানোয়াট, কল্পিত ও সাজানো মামলায় চার্জশিট প্রদান করে সরকার পরিস্থিতিকে আবারো ঘোলাটে করে মূলত বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত করছে। বিবৃতিতে কথিত এই মামলার পুনঃতদন্ত এবং মিথ্যা অভিযোগ থেকে বিএনপির নেতাদের অব্যহতি দেওয়ার দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, উপদেষ্টামন্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদুভাই, এম মশিউর রহমান, সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও কবীর মুরাদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবউদ্দিন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ