বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা ঃ নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, খালেদা জিয়ার চোখে ছানী পড়েছে। তাই তিনি শেখ হাসিনার উনয়ন মূলক কাজ চোখে দেখেন না। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা দক্ষিণ জামসায় ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম, বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, জেলা প্রশাসক মো: নাজমুছ সাদাত সেলিম, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, সারা দেশের মানুষ বিশ্বাস করেন শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে যেমন বাংলাদেশ এতো উন্নত হতো না,বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ও যুদ্ধাপরাধীদের বিচার হতো না।
মানিকগঞ্জ, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জের সাথে বন্দরনগরী নারায়ণগঞ্জ এবং রাজধানী ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের কার্গো ও নৌযান চলাচলের সুবিধার্থে মানিকগঞ্জের ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীতে খনন শুরু হয়েছে। বিআইডবিøউটিএ এই খনন কাজ বাস্তাবায়ন করছে। হযরতপুর-জাবরা নৌপথের ৭৩ কিলোমিটার এলাকায় ৩২ লক্ষ ঘনমিটার মাটি খনন কাজে ব্যয় হচ্ছে ৪৩ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা। এই খনন কাজ সম্পন্ন হলে, নৌপথের নাব্যতা সংকট দূর হবে এবং নৌযান চলাচল সহজ হওয়ার পাশাপাশি মৎস সম্পদের উন্নয়ন ও কৃষিকাজের ব্যাপক উন্নয়ন হবে। এদিকে নদীতে খননের ফলে এলাকায় ব্যাপকভাবে নদী ভাঙনের আশংকায় এলাকাবাসী এই নদী খননের প্রতিবাদে সেখানে তাৎক্ষনিক বিক্ষোভ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।