Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজার মনিটরিং চট্টগ্রামে ৯৮ হাজার টাকা জরিমানা

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) চান্দগাঁও আবাসিক এলাকায় মেয়াদউত্তীর্ণ কুকিস এবং ভেজাল ঘি রাখায় ‘সেফ ওয়ে’ নামক সুপার সপকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জিবিসি স্টোরকে মূল্য তালিকা না রাখায় ৫ হাজার টাকা এবং চক বাজারে তালিকায় ৮২ টাকা লিখে ৯০ টাকায় ছোলা বিক্রি করার অভিযোগে লিয়াকত স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী এ অভিযান পরিচালনা করেন।
অপরদিকে বক্সিরহাট ও রেয়াজুদ্দিন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার মূল্য তালিকা না থাকা, বিএসটিআই অনুমোদনহীন ওজন মেশিন ব্যবহার, অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ১৩টি দোকানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেন। দু’টি অভিযানে ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ