Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হরিপুরে গরুচোর ধরার পর ছেড়ে দিলেন চেয়ারম্যান

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাতে নাতে গরু সহ চোরকে আটক করার পর ছেড়ে দিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে অভিযোগ উঠেছে। এলাকা সূত্রে জানাগেছে, গত বুধবার রাতে ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ইউসুফ আলীর গোয়ালঘর থেকে ২টি গরু চোর চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন টেরপেয়ে তাদের আটক করে। পরে এলাকার জনগন তাদের সংশ্লিাষ্ট ইউপি চেয়ারম্যান শাজানহান আলীকে জমা দেয়। আটককারীরা হলেন-কাঠালডাঙ্গী গুচ্ছগ্রামের লুৎফর (যাদুগর) (৫৫) ও রাউৎনগর এলাকার চিহিৃত চোর কালূ মন্ডলের ছেলে হাত কাটা হজরত আলী (৪০)। ঘটনার পরদিন চেয়ারম্যান আটককৃত চোরদের জেল জরিমানা না করেই অজ্ঞাত কারণে তাদের ছেড়ে দিলেন বলে স্থানীয়রা জানান।
ইউপি সদস্য হাসিবুল জানান, গত মাসে ভাতুরিয়া ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নে ব্যাপক গরু চুরি হয়েছে। ইতি মধ্যে মহেন্দ্রগাঁ জিগা, মাগুরা গ্রামের শ্যমল রতনের ও পরিতসের সহ বিভিন্ন এলাকায় গরু চুরির খবর পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ