Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

৮ ব্যাংক কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পরস্পর যোগসাজশ ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আট জন সাবেক ব্যাংক কর্মকর্তা ও একজন ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক সভায় চার্জশিট অনুমোদন করা হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। অভিযুক্তরা হলেন, নীলফামারীর মেসার্স উদয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. শওকত চৌধুরী, বাংলাদেশ কমার্স ব্যাংক বংশাল শাখার সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস  প্রেসিডিন্ট ও শাখা ব্যবস্থাপক মো. হাবিবুল গনি, সাবেক ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার ও বৈদেশিক বাণিজ্য কর্মকর্তা শিরিন নিজামী, সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার দেবাশীষ কুমার বাউল, কমার্স ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ড. মুহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ কমার্স ব্যাংক প্রধান কার্যালয়ের সাবেক ভাইস  প্রেসিডেন্ট পানু রঞ্জন দাস, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  মো. সফিকুল ইসলাম, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট  ইফতেখার  হোসেন ও সাবেক এক্সিকিউটিভ অফিসার আসজাদুর রহমান।
অভিযুক্তরা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কমার্স ব্যাংক লিমিটেড বংশাল শাখার  গ্রাহক মেসার্স উদয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে দুটি এলসিতে আমদানি করা পণ্যের মূল্যবাবদ ব্যাংকের ৮২ লাখ ৮৯ হাজার ৮শ ৯৫ টাকা ঋণের নামে আত্মসাত করেন। এ ঘটনায় রাজধানীর বংশাল থানায় ২০১৬ সালের ৮ মে মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ