বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উপর্যপুরী গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক -জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর
স্টাফ রিপোর্টার : পুনরায় গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং ঢাকা মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী। নেতৃদ্বয় গতকাল সংবাদ মাধ্যমে প্রেরীত এক বিবৃতিতে বলেন এভাবে উপর্যপুরী গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চরম অমানবিক। এতে করে দেশের নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অভাবের কষাঘাতে যারা জর্জরিত তাদের উপর এভাবে অন্যায় ও অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কোন ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই অবিলম্বে গণমানুষের স্বার্থবিরোধী এই অযৌক্তিক সিদ্ধান্ত সরকারকে বাতিল করতে হবে। অন্যথায় এ সিদ্ধান্তে জনসাধারণের উপর বড় ধরণের বিপর্যয় নেমে আসবে। নেতৃদ্বয় আরো বলেন-দূর্নীতি করে এবং অনৈতিক পন্থায় উপার্জন করে এক শ্রেণীর মানুষ টাকার পাহাড় গড়ে তুলছে অথচ তার বিহীত না করে উল্টো অভাবী জনগণের উপর একের পর এক অন্যায় সিদ্ধান্ত চাপানো হচ্ছে। একটি সু-শৃঙ্খল ও মানবিক মূল্যবোধের দেশে এভাবে বারংবার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়তে পারে না। আমরা এ ব্যাপারে সরকারের নিকট উক্ত অন্যায় ও অমানবিক সিদ্ধান্তটি প্রত্যাহারের জন্য জোর দাবী জানাচ্ছি। নেতৃদ্বয় সরকারকে মোরার আঘাতে ক্ষতিগ্রস্তদের দ্রæত পুনর্বাসন এবং সমাজের বিত্তবানদেরকে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাড়ানোর উদাত্ত আহŸান জানান।
নেতৃদ্বয় আগামী কাল জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য থানা শাখার দায়িত্বশীলদেরকে অনুরোধ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।