Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেট কর্মসংস্থানমুখী নয় : আ স ম আবদুর রব

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদে উত্থাপিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কর্মসংস্থানমুখী নয় বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, দেশ পরিচালনায় ২০১৭-১৮ অর্থবছরের সরকারের বাজেটে উন্নয়ন পরিকল্পনা খাতে বিরাট বরাদ্দ আছে। এ ছাড়া রয়েছে দেশরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসন চালানোর জন্য বিশাল রাজস্ব ব্যয়। বিবৃতিতে আরও বলা হয়, কিন্তু বাংলাদেশে বেকারত্ব এখন বড় সমস্যা। কর্মসংস্থানমুখী বাজেট তৈরি ও এর জন্য বিশেষ পরিকল্পনা ও বরাদ্দ প্রয়োজন, যা এ বাজেটে প্রতিফলিত হয়নি। ব্যাপক বেকারত্বের অবসান, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগের অনুকূল পরিবেশ এবং সুশাসন নিশ্চিত করতে না পারলে বিশাল এ বাজেট গণমুখী না হয়ে গতানুগতিক বাজেটেই সীমাবদ্ধ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ