Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ম্যাজিস্ট্রেট আদালত হস্তান্তরের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

সাতকানিয়া উপজেলা সংবাদদাতা : সাতকানিয়ায় ম্যাজিষ্ট্রেট আদালত স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে সাতকানিয়া আইনজীবি সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া আদালত মাঠে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতকানিয়া আইনজীবি সমিতির সভাপতি আব্দুর রকিব চৌধুরী। সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন কচিরের সঞ্চালনায় এ মানববন্ধনে এডভোকেট তাজুল ইসলাম চৌধুরী,এডভোকেট হাফিজুল ইসলাম মানিক, এডভোকেট ইমতিয়াজুল হক, এডভোকেট মাহবুবুল হক, এডভোকেট সিহাব উদ্দিন, এডভোকেট সুজন পালিত, এডভোকেট রশেদুল ইসলাম রাশেদ, আইনজীবি সহকারী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন,সহ-সভাপতি নেজাম উদ্দিন,সাধারণ সম্পাদক আলমগির হোসেন ও ছাত্রলীগ নেতা কামাল উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন,সাাতকানিয়া-লোহাগাড়াবাসীকে হয়রানী ও অতিরিক্ত অর্থ ব্যায় থেকে বাচাতে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সাতকানিয়া চৌকিতে স্থানান্তর করা প্রয়োজন। সরকার যখন আমাদের দাবীর প্রেক্ষিতে জুডিশিয়াল আদালত সাতকানিয়া চৌকিতে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করেছে তখন একটি কুচক্রি মহল নানা মিথ্যা প্রচারনা চালিয়ে তা ঠেকিয়ে দেওয়া চেষ্টা শুরু করেছে। কিন্তু সচেতন আইনজীবি সমাজ ঐক্যবদ্ধ থাকলে তারা কোন দিন সফল হতে পারবেনা। সাতকানিয়া চৌকিতে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত স্থাপিত হলে বিচার প্রার্থীরা হয়রানী ও আর্থিক ক্ষতি থেকে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ