Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নাশকতা মামলায় ৫ জামায়াত কর্মী গ্রেফতার

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা  : সুন্দরগঞ্জে নাশকতা মামলায় ৫ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান, পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম, এসআই বাদশা আলম, এএসআই গোলাম মোস্তফাসহ একদল পুলিশ রংপুর ডিবি পুলিশের সহায়তায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন পলাশবাড়ি উপজেলার মহেশপুর গ্রামের মেহের আলির পুত্র শাজাহান আলি, একই গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র ছামসুল হক, নুরু মুন্সি ওরফে বাবর আলির পুত্র জাহাঙ্গীর আলম, মৃত হাসমত আলির পুত্র আঃ গফুর মিয়া ও আজগার আলি মন্ডলের পুত্র সেকেন্দার আলি মন্ডল। এর আগে গত ১৯ জানুয়ারি ২০১৭ উল্লিখিত আসামিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক ছিল। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান ধৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ