Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইজ্জতের মূল্য ৪০ হাজার টাকা নির্ধারণ

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়ায় অন্তঃসত্ত¡া তরুণীর আত্মহত্যা
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ায় ইজ্জতের মূল্য ৪০ হাজার টাকা নির্ধারণ করায় দেড়মাসের অন্তসত্ত¡া এক তরুনী (১৮) আত্মহত্যা করেছে। পুলিশ ওই তরুনীর লাশ গত বুধবার সকালে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়া গোধা গ্রামে। এলাকাবাসী জানায়, ওই গ্রামের কাঠ মিস্ত্রী জয়নাল আবদীনের কন্যা ময়না আক্তার টেমুকে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত আবদুল বারিকের পুত্র একাধিক মামলার আসামী মোঃ হানিফ প্রকাশ বোমা হানিফ (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে দফায় দফায় ধর্ষন করে। আর ধর্ষন শেষে ঘটনা প্রকাশ করলে ময়নাকে বোমা হানিফ বিয়ে করবেনা এবং অন্য কোথাও বিয়ে করতে দিবেনা ও হত্যা করবে বলে ও ভয়ভীতি দেখায় সে। ময়না দেড়মাসের অন্ত:সত্ত¡া হওয়ার পর বিষয়টি জানাজানি হলে চাপের মুখে গত ৮/১০ দিন পূর্বে বোমা হানিফ ফেনীর কদল গাজী রোড়ে কাজী অফিসে গিয়ে আড়াই লক্ষ টাকার দেন মোহরের বিনিময়ে বিয়ে করে। বিয়ের পর হানিফ ময়নাকে গ্রহণ না করে মারধর করে পিতার বাড়ীতে পাঠিয়ে দেয়। গত মঙ্গলবার রাত ১২ টায় ময়নাকে তাড়িয়ে দিতে হানিফ মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিনু, ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল কাইয়ুম মেম্বার, উপজেলা ভূমি অফিসের চেইনম্যান নুরুল আলম ও সিরাজের যোগসাজসে স্থানীয় আলী নেওয়াজের বাড়ীতে এক সালিশী বৈঠক বসে। বৈঠকে মাতব্বররা ময়নার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে হানিফের ৪০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি রফাদফা করে দেয়। ময়না কান্নাকাটি করে সালিশদারদের পা ধরে বলে আমার গর্ভে হানিফের দেড়মাসের সন্তান রয়েছে। আমি আমার সংসার ভাংতে চাই না। আমি এ সালিশ মানিনা। আমার জীবনকে আপনারা ধ্বংস করবেন না। কিন্তু সালিশদাররা তার কথা কর্ণপাত না করায় ময়না ক্ষোভে দুঃখে রাতেই তার শয়নকক্ষে ঘরের আড়ার সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। ঘটনার পরপরই মাতব্বররা গা ঢাকা দিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোঃ ছালেহ জানান, লম্পট বোমা হানিফসহ সালিশদারদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী ও ওয়ার্ড মেম্বার জমির উদ্দিন পাটোয়ারী বাবু এ ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ