রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গ্রীষ্মের বৃষ্টি ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাধবপুর উপজেলার জগদীশপুর হতে শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে এ সড়কে যানচলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া এ সড়কের হরিতলা শাহপুর বাজার সংলগ্ন ব্রীজ ভেঙ্গে পড়ায় এ সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে সরাসরি যানচলাচল বিচ্ছিন্ন রয়েছে। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষের চরম ভোগান্তির মধ্যে পড়েছে। জগদীশপুর থেকে শায়েস্তাগঞ্জ এ আঞ্চলিক সড়কে ২৫ কিলোমিটার রাস্তায় অসংখ্য খানাখন্দ ও বেশ কয়েকটি ব্রীজ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে শাহপুরের ব্রীজটি প্রায় এক যুগ ধরে ধসে পড়ে। স্থানীয় লোকজন জানান, এ ব্রীজের নিচ থেকে আগে বালু উত্তোলনের কারণে মূলত ব্রীজটি ধসে পড়ে। সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত বলেন, মাধবপুরে ৫০টি শিল্প কারখানায় হাজার হাজার শ্রমিক কর্মে নিয়োজিত রয়েছে। অধিকাংশ শ্রমিক ও ৪০টি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। এ আঞ্চলিক সড়কটি সংস্কার করা হলে লোকজন সহজেই এ সড়ক দিয়ে যাতায়াত করতে পারত। জগদীশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, এ সড়কটি সংস্কারের জন্য সংসদ সদস্যসহ সরকারের বিভিন্ন দপ্তরে দাবি জানানো হয়েছে। সড়কটি মেরামত করা খুবই জরুরি। উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উলাহ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়কটির গুরুত্বপূর্ন কিছু অংশের কাজ করা হয়েছে। বাকি কাজগুলো মেরামতের প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।