রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের জনগুরুত্বপুর্ন একটি রাস্তা তারকাটা দিয়ে বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। এলাকার লোকজন এ রাস্তাটি দিয়ে মহিপুর, আলীপুর, কুয়াকাটা ও কলাপাড়া উপজেলা শহরে প্রতিদিন যাতায়াত করে। অথচ জনগুরুত্বপুর্ন এ রাস্তাটি বন্ধ করে দেয়ার ফলে ভোগান্তিতে পরেছে এলাকার শত শত মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, মহিপুরের বৃটিশ আমলের আম বাগানের এ রাস্তাটি তারকাটা দিয়ে বন্ধ করে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. মালেক আকন। এ রাস্তাটি দিয়ে শত কু মোটরসাইকেল, ভ্যান, স্কুল, কলেজের ছাত্রছত্রীসহ স্থানীয় জনগন চলাচল করে। জনগুরুত্বপুর্ন এ রাস্তাটি তারকাটা দিয়ে বন্ধ করে দেয়ায় ওইসব লোকজন ভোগান্তিতে পরেছে।
মহিপুর ইউনিযনের চেয়ারম্যান আব্দুল সালাম আকন জানান, এ রাস্তাটি পাকা করনের জন্য স্কিম দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।