Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাটাতার দিয়ে বন্ধ করে দিয়েছে রাস্তা

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের জনগুরুত্বপুর্ন একটি রাস্তা তারকাটা দিয়ে বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। এলাকার লোকজন এ রাস্তাটি দিয়ে মহিপুর, আলীপুর, কুয়াকাটা ও কলাপাড়া উপজেলা শহরে প্রতিদিন যাতায়াত করে। অথচ জনগুরুত্বপুর্ন এ রাস্তাটি বন্ধ করে দেয়ার ফলে ভোগান্তিতে পরেছে এলাকার শত শত মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, মহিপুরের বৃটিশ আমলের আম বাগানের এ রাস্তাটি তারকাটা দিয়ে বন্ধ করে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. মালেক আকন। এ রাস্তাটি দিয়ে শত কু মোটরসাইকেল, ভ্যান, স্কুল, কলেজের ছাত্রছত্রীসহ স্থানীয় জনগন চলাচল করে। জনগুরুত্বপুর্ন এ রাস্তাটি তারকাটা দিয়ে বন্ধ করে দেয়ায় ওইসব লোকজন ভোগান্তিতে পরেছে।
মহিপুর ইউনিযনের চেয়ারম্যান আব্দুল সালাম আকন জানান, এ রাস্তাটি পাকা করনের জন্য স্কিম দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ