Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যহাতির আক্রমণে যুবক নিহত : আহত-২

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

সাতকানিয়া উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির আক্রমনে এক যুবক নিহত হয়েছে। তার নাম মো. হোসেন (২৮) এসময়  অপর দুইজন আহত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আবুল কালাম (৩২) ও মনজুর (১৮)। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ ঘটানস্থল পরির্দশন করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হারুন জানান, বিগত এক সপ্তাহ ধরে এক দল বন্যহাতি সাতকানিয়ার বাজালিয়া ও বান্দরবান পার্বত্য জেলার হলুদিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের পাশের গ্রামে চলে আসে। বন বিভাগের পক্ষ থেকে হাতি গুলো তাড়ানোর কোন ব্যবস্থা নেয়া হয়নি। এসব বন্য হাতির ভয়ে অনেকটা গ্রাম ছাড়া স্থানীয় বাসিন্দারা। গ্রামের বাড়িঘর ফসলাদি নষ্ট করছে হাতির পালটি।
বৃহস্পতিবার সকালে গ্রামবাসি জোট বেঁধে বন্যহাতি গুলো তাড়াতে গেলে উল্টো হাতির দল গ্রামবাসীর উপর চড়াও হয়। এতে হাতির আক্রমনের শিকার হয়ে মো. হোসেন (২৮) ঘটনাস্থলেই নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ