Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে বজ্রপাতে নিহত ২ আহত ৫

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের মীরসরাইয়ে ঝড়বৃষ্টির সাথে প্রচন্ড বর্জ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছে। এসময় আরো ৫জন গুরুতর আহত হয়। গতকাল ভোররাতে সাতে ৩টার সময় উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে। বর্জ্রপাতে নিহতরা হচ্ছেন ওচমানপুর ইউনিয়নের বাশখালী গ্রামের মৃত আবদুল­ার পুত্র মোহাম্মদ নুরুন্নবী (৪০) ও ইছাখালী ইউনিয়নের সাহেবদিনগর গ্রামের মৃত মোস্তফার পুত্র মোহাম্মদ আলমগীর (৩৫)। আহতরা হলেন অরুন জলদাশ, বর্জ্রলাল জলদাশ, পশুরাম জলদাশ, মোহাম্মদ আব্দুল হান্নান ও নেপাল জলদাশ। আহদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুহুরী প্রজেক্ট এলাকায় মৎস্য চার্ষী মো. মোশারফ হোসেনের মাছের ঘেরে জাল দেওয়ার সময় এ ঘটনা ঘটে। ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিন জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার সময় ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকার বাঁশখালি গ্রামের মো. মোশারফ হোসেনের মাছের ঘেরে মাছ ধরার জন্য জাল ফেলার কাজ চলছিলো। এমন সময় আকস্মিক বর্জ্রপাতে জাল ফেলার কাজে নিয়োজিত দুই ব্যক্তি নিহত ও আহত হয়েছেন আরো পাঁচজন। আহতদের মধ্যে অরুন জলদাশের অবস্থা আশংকাজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ