বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ায় ইজ্জতের মূল্য ৪০ হাজার টাকা নির্ধারণ করায় দেড় মাসের অন্তঃসত্ত্বা এক তরুণী (১৮) আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলায় ফেনীর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক আওয়ামীলীগ নেতাসহ ২জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় ফেনীর আদালত এলাকা থেকে ফেনীর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান মিনু (৫০) ও আবদুল্লাহ (৩০) কে গ্রেফতার করে। এর আগে গত বুধবার রাতে নিহত ময়না আক্তার ফেন্সির মা মনোয়ারা বেগম বাদী হয়ে নিহতের স্বামী বোমা হানিফ, শাহজাহান মিনু ও ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল কাইয়ুম মেম্বারসহ ৯জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি মামলা (নং-৩১) দায়ের করেন। মামলার বিবরণ ও এলাকাবাসী জানায়, উপজেলার মাটিয়া গোধা গ্রামের কাঠ মিস্ত্রী জয়নাল আবদীনের কন্যা ময়না আক্তার ফেন্সিকে দীর্ঘদিন যাবত একই গ্রামের মৃত আবদুল বারিকের পুত্র একাধিক মামলার আসামী মোঃ হানিফ প্রকাশ বোমা হানিফ (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে দফায় দফায় ধর্ষণ করে। আর ধর্ষণ শেষে ঘটনা প্রকাশ করলে ময়নাকে বোমা হানিফ বিয়ে করবেনা এবং অন্য কোথাও বিয়ে করতে দিবেনা ও হত্যা করবে বলে ও ভয়ভীতি দেখায় সে। ময়না দেড় মাসের অন্ত:সত্ত্বা হওয়ার পর বিষয়টি জানাজানি হলে চাপের মুখে গত ৮/১০ দিন পূর্বে বোমা হানিফ ফেনীর কদল গাজী রোডে কাজী অফিসে গিয়ে আড়াই লক্ষ টাকার দেন মোহরের বিনিময়ে বিয়ে করে। বিয়ের পর হানিফ ময়নাকে গ্রহণ না করে মারধর করে পিতার বাড়ীতে পাঠিয়ে দেয়। গত মঙ্গলবার রাত ১২ টায় ময়নাকে তাড়িয়ে দিতে হানিফ শাহজাহান মিনুর যোগসাজশে স্থানীয় আলী নেওয়াজের বাড়ীতে এক সালিশি বৈঠক বসে। বৈঠকে মাতব্বররা ময়নার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে হানিফের ৪০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি রফাদফা করে দেয়। ময়না কান্নাকাটি করে সালিশদারদের পা ধরে বলে আমার গর্ভে হানিফের দেড় মাসের সন্তান রয়েছে। আমি আমার সংসার ভাংতে চাই না। আমি এ সালিশ মানিনা। আমার জীবনকে আপনারা ধ্বংস করবেন না। কিন্তু সালিশদাররা তার কথা কর্ণপাত না করায় ময়না ক্ষোভে দুঃখে রাতেই তার শয়নকক্ষে ঘরের বুতিরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।