Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় মানসিক রোগীকে গরু চোর সন্দেহে প্রহার, অভিমানে আত্মহত্যা

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ৪:৩০ পিএম | আপডেট : ৫:৫৮ পিএম, ১ জুন, ২০১৭

পাবনা জেলা সংবাদদাতা : পাবনা সদর উপজেলা ও থানাধীন বাঙ্গাবাড়িয়া নামক গ্রামের মাঠ থেকে শহিদুল ইসলাম শহীদ(৪০) নামে এক মানসিক রুগীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।পুলিশের তদন্তকারী কর্মকর্তা এস.আই মিলন ইনকিলাবের এই প্রতিবেদককে মোবাইলে জানান, প্রথম রোজার দিন মানসিক এই রুগী পাবনা সদর উপজেলা টেবুনিয়া এলাকায় ঘুরাঘুরি করছিল। চোর সন্দেহে রাত ১২টার দিকে এলাকার লোকজন তাকে বেদম প্রহার করে। চিকিৎসার জন্য খবর পেয়ে তার স্ত্রী মমতা চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এক পর্যায়ে শহীদুল সেখান থেকে পালিয়ে যায়। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাঠের মধ্যে এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। প্রথমে অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করার পর তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। মৃত শহীদুল ইসলাম শহীদ টেবুনিয়ার নিকটবর্তী মালিগাছা ইউনিয়নের দোতকলসা গ্রামের মৃত – ময়েন মণ্ডলের পুত্র এবং এক সন্তানের জনক। তার স্ত্রী মমতার উদ্ধৃতি দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শহীদুল ইসলাম শহীদ মানসিক রোগী হিসেবে মানসিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: নিখিল কুমারের চিকিৎসাধীন ছিল। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশের প্রাথমিক ধারণা শহীদুল নিজ পড়নের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এস.আই মিলন বলছেন, ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যুর প্রকৃত কারণ। এদিকে, চর বাঙ্গাবাড়িয়ার জনৈক রফিকুল ইসলাম পিতা- সরোয়ার এলাকার মেম্বারকে সাথে করে নিয়ে আসেন এবং বাদী হয়ে একটি ইউডি মামলা রুজু করেন। এদিকে, পুলিশ শহীদুল ইসলাম শহীদকে গরু চোর সন্দেহে মারপিট করার সাথে জড়িতদের খোঁজ-খবর করছে। শহীদকে মারপিটের কারণে মানসিক রোগী আত্মহত্যায় প্ররোচিত হতে পারে বলে পুলিশ মনে করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ