Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে বিষ খাইয়ে সন্তান হত্যা, মা গ্রেপ্তার

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ৩:২১ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে দুধের সঙ্গে বিষ পান করিয়ে নিজের সন্তানকে হত্যার অভিযোগে সামিয়া আক্তার বীথি (২০) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদনান লাবিব ওরফে সাদ (আট মাস) শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে।
শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজুল হক বলেন, পারিবারিক কলহের জেরে বুধবার রাত ১১টার দিকে মা সামিয়া আক্তার বীথি দুধের সঙ্গে বিষ মিশিয়ে আদনানকে পান করান। এতে আদনানের মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১২টার দিকে শিশুটির লাশ উদ্ধার।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। বীথি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুধের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

Show all comments
  • ১ জুন, ২০১৭, ৬:৩৮ পিএম says : 0
    হায়রে দুনিয়া,কি অমানবিকতা!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ