Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ৩:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বিজয়নগরে বৃষ্টির সময় পৃথক বজ্রপাতে চারজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামে ও বুধবার রাতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাসিরনগরের ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মন্তু মিয়া (৫৫), একই গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে সহিদ মিয়া (৩২) ও মৃত আবু মিয়ার ছেলে জিনু মিয়া (৩০)। অপর নিহত যুবক আব্দুল হান্নান (৩২) বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানায়,নাসিরনগরের বালিখোলা গ্রামের পাঁচ জেলে বৃষ্টির সময় একই সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। এসময় প্রচণ্ড ঝড়ের ভয়ে তারা নদীর পাড়ে একটি ঘরে আশ্রয় নেয়। পরে ওই ঘরে বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তিন জন মারা যায় এবং বাকি দুজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে মিরাজ মিয়াকে (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ও রেশম মিয়াকে (৩০)কে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বজ্রপাতে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম জানান, বজ্রাঘাতে রেশম মিয়ার পিঠ ঝলসে গেছে। তবে তার অবস্থা আশংকামুক্ত।



 

Show all comments
  • মুহাম্মদ মিজান ১ জুন, ২০১৭, ৮:২৩ পিএম says : 0
    ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ