Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বটির কোপে গ্যারেজ ব্যবসায়ী খুন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ৩:০১ পিএম

খুলনা ব্যুরো : খুলনায় বটির কোপে শেখ মোস্তাক আলী ওরফে হোন্ডা ফকির (৬৪) নামে এক গ্যারেজ ব্যবসায়ী খুন হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার ১ নম্বর বয়রা ক্রস রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রোজিনা বেগমকে (৩৬) আটক করেছে পুলিশ।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমতাজুল হক বলেন, ঘটনার আগে নিহতের স্ত্রী বটি দিয়ে মাছ কাটছিলেন। এ সময় ছেলে রাস্তি শেখ ও স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে মোস্তাক আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাস্তি শেখ বটি দিয়ে বাবা মোস্তাক আলীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলেকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রোজিনা বেগমকে থানায় নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ