Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, দোকান মালিক

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১:৩৩ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীর খাঁপাড়া এলাকায় তমাল (১৪) নামে এক শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। সে টঙ্গীতে একটি টাইলসের দোকানের কাজ করতো। তমাল শেরপুর সদর উপজেলার তিরশা গ্রামের সোহরাব আলীর ছেলে।
এ ঘটনায় তমালের মা হুজুরা বেগম টঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়েরর করেছেন। পরে দোকান মালিক মো. আহসান উল্লাহ (৩২) ও তমালের বন্ধু নাজমুল মিয়াকে (১৪) আটক করে পুলিশ।
নিহতের ভাই আপন বাবু জানান, বুধবার রাত সোয়া ১১টার দিকে তমালের বন্ধু নাজমুল ও দোকান মালিক আহসান উল্লাহ খবর দেয় স্থানীয় সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার নির্মাণাধীন ভবনের এক কোনায় অচেতন অবস্থায় তমাল পড়ে আছে। পরে এলাকাবাসী ও তার স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ