Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:৪৪ পিএম

পটুয়াখালী জেলা সংবাদদাতা : পটুয়াখালীর দুমকি উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামে ফোরকান মোল্লা (৪৫) নামর এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশের দাবি, বুধবার দিবাগত রাতের যে কোন সময় ফোরকান মোল্লাকে গলা কেটে হত্যা করা হয়। তিনি পশ্চিম আঙ্গারিয়া গ্রামের মো. বারেক মোল্লার ছেলে ফোরকান।
পুলিশ ও এলাকাবাসী জানায়, লেবুখালী বাজার থেকে বাড়ীর উদ্দেশ্যে যাওয়ার সময় খুন হতে পারে ফোরকান। সকালে বাড়ির পাশের নির্মাণাধীন একটি ইটভাটার ভিতরে তার লাশ দেখে দুমকি থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। এক সন্তানের জনক ফোরকান চটের (বস্তা) ব্যবসা করত।
দুমকি থানার ওসি দিবাকর চন্দ্র দাস জানান, কি কারণে ফোরকানকে হত্যা করা হয়েছে এখনই তা বলা যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে কে বা কারা তাকে হত্যা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ