Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে মাদক ব্যবসায়ীর মৃত্যুদন্ড ২ জনের যাবজ্জীবন

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশালে মাদক ব্যবসায় বাঁধা দেবার জের ধরে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড ও নারীসহ ২ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ  দিয়েছে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।  বিজ্ঞ বিচারক সুদিপ্ত দাস এ রায় ঘোষণার সময় দন্ডিত তিনজনই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।
বিজ্ঞ বিচারক বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রামের সালাম প্যাদার ছেলে দুলাল প্যাদাকে মৃত্যুদন্ড ও একই এলাকার হালিম চৌধুরীর স্ত্রী মরিয়ম বেগম ও আব্দুল গণি ভূঁইয়ার ছেলে জয়নাল আবেদীন ভূঁইয়াকে যাবজ্জীবন করা দন্ডাদেশ প্রদান করে। দন্ডিত আসামীরা বাবুগঞ্জের রাজগুরু এলাকায় মাদক ব্যবসা করতো। এর প্রতিবাদ করেন একই এলাকার শামসুল আলম মৃধা। এতে মাদক ব্যবসায়ীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ২০১৩-এর ১৬ মার্চ বেলা ২টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শামসুল আলমকে তার বাসা থেকে ডেকে সুগন্ধা নদীর পাড়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে অমানুষিক নির্যাতন করে শামসুল আলমকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শামসুল আলমের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে বরিশাল সিআইডি পুলিশের উপ পরিদর্শক রেজাউল হক ২০১৩ সালের ১৭ নভেম্বর আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। বিজ্ঞ আদালত স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ সহ উভয়পক্ষের আইনজীবীদের সওয়াল জওয়াব শেষে এ রায় ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ