বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার অফিস : ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে কক্সবাজারের আট উপজেলায় মোট ৫২ হাজার ৫৩৯টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানাগেছে। এর মধ্যে ১৭ হাজার ২৩টি বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্থ ও ৩৫ হাজার ৫১৬টি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত-খামার, ফসল এবং পানের বরজ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের জরিপে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জরিপ মতে, জেলা আট উপজেলাতেই ‘মোরা’ আঘাত হেনেছে। এতে উপকূলীয় অঞ্চল টেকনাফের সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ, মহেশখালীর কুতুবজোম, ধলঘাটা, কুতুবদিয়া, কক্সবাজার সদরের পোকখালী, খুরুস্কুল, সমিতিপাড়ায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের তথ্য মতে, ‘মোরা’র আঘাতে কক্সবাজারে চারজন নিহত হয়েছে। এরা সবাই গাছ পড়ে মারা গেছেন। তবে আরো একজন মারা গেছেন ভয়ে স্ট্রোক করে। আহত হয়েছে প্রায় অর্ধশত। এছাড়াও প্রায় একলাখ গাছ উপড়ে গেছে। সাগরে ৮টি ট্রলার ডুবিতে দেড় শতাধিক মাঝি-মাল্লা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।
নিহতরা হলেন, কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের ৬নং জেডিঘাট এলাকায় বদিউল আলমের স্ত্রী মরিয়ম বেগম (৫৫) হৃদক্রিয়া বন্ধ হয়ে, চকরিয়ার বড়ভেওলা এলাকার মৃত নূর আলম সিকদারের স্ত্রী সায়েরা খাতুন (৬৫), একই উপজেলার ডুলাহাজারা পূর্ব ডুমখালী এলাকার আবদুল জব্বারের ছেলে রহমত উল্লাহ (৫০), পেকুয়ার উজানটিয়া নতুনঘোনা পেকুয়ারচর এলাকার আজিজুর রহমানের ছেলে আবদুল হাকিম সওদাগর (৫৫) এবং সকাল সাড়ে নয়টার দিকে সদরের ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া গ্রামের শাহাজাহানের মেয়ে শাহিনা আকতার (১০) গাছচাপা পড়ে মারা যান।
তথ্য মতে, জেলার কুতুবদিয়ায় ৪ হাজার ২৭০টি বসত ঘর সম্পূর্ণ ও ৬ হাজার ৩৮২টি আংশিক, মহেশখালীতে ৫ হাজার ৪৮০টি সম্পূর্ণ ও ৮ হাজার ৭০০ আংশিক, পেকুয়ায় ২০০টি সম্পূর্ণ ও এক হাজার ১৫টি আংশিক, রামুতে ২৫২ টি সম্পূর্ণ ও ১১শ ৯৬টি আংশিক, উখিয়ায় ৫০টি সম্পূর্ণ ও ২০০টি আংশিক, সদরে ১৫০টি সম্পূর্ণ ও ৬০০ আংশিক, টেকনাফে ৪ হাজার ৫০০ সম্পূর্ণ ও ৬ হাজার আংশিক, চকরিয়ায় এক হাজার ১৯৩ সম্পূর্ণ ও এক হাজার ৩৫টি আংশিক, কক্সবাজার পৌরসভায় ৫৩৫ সম্পূর্ণ ও এক হাজার ৯২ আংশিক, টেকনাফ পৌরসভায় ১১৩ সম্পূর্ণ ও ২৬৭ আংশিক, চকরিয়া পৌসেভায় ৮০ সম্পূর্ণ ও ৩২৯ আংশিক এবং মহেশখালী পৌরসভায় ২০০ সম্পূর্ণ ও ৭০০ বসতি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রশাসনের জরিপে উল্লেখ রয়েছে।
জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, ‘ঘুর্ণিঝড় মোরা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি ছিলো। ৫৩৮টি আশ্রয়কেন্দ্রে ২ লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। এই কারণে প্রাণহানি অনেক কম হয়েছে। তবে ঘরবাড়ি, পানবরজ ও গাছ-গাছালির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ’তিনি আরো জানান, ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থ লোকজনের জন্য সরকারি কোষাগার থেকে প্রতি উপজেলায় ১০০ টন চাল ও এক লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রয়োজন হলে আরো বরাদ্দ দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।