বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন পবিত্র মাহে রমজানে সাধারণ জনগণ ও দরিদ্র জনসাধারণের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহŸান জানিয়েছেন। তিনি বলেন, রমজান আসলেই চাল, ডাল, চোলা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যায়। সরকার ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলে ৫৫ টাকার চাল খাওয়াচ্ছে দেশের জনগণকে। গতকাল (বুধবার) নগরীর দক্ষিণ বাকলিয়া নয়া মসজিদ এলাকায় নুরুর রহমান ও নুর জাহান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নুরুর রহমান ও নুর জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাবুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খান, ফাউন্ডেশনের সহ-সভাপতি আরশাদুর রহমান, মঈনুদ্দীন নুর তারেক, বিএনপি নেতা এমদাদুল হক বাদশা, আরশাদুর রহমান টিপু প্রমুখ। অনুষ্ঠানে ৪শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।