বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : শিবগঞ্জে র্যাব ও বিজিবির পৃথক দুটি অভিযানে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়ায় অস্ত্র ও গুলিসহ শরিফকুল ইসলাম (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র্যাব। আটককৃত শরিফুল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমাÐার এএসপি একেএম এনামুল করিমের নেতৃত্বে র্যাবের একটি টহল দল মঙ্গলবার সন্ধ্যায় নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ শরিফকুল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে বুধবার ভোরে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের ছড়াপাড়া মাঠ এলাকায় ৮১১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। ফতেপুর বিওপির হাবিলদার আবদুল কাদেরের নেতৃত্বে বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুলর্ভপুর ইউনিয়নের ছড়াপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৮১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।