Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানীশংকৈলে রাস্তার গাছ কাটার অভিযোগ

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাস্তার বিভিন্ন প্রজাতির গাছ লুটের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার অবৈধভাবে রাস্তার গাছ কাটার খবর পেয়ে জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল রহমান, জেলা পরিষদের সদস্য এখলাসুর রহমান লিটন ও জেলা প্রকৌশলী জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। জানা গেছে, কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে যাওয়া রাস্তার দু’ধারে বিভিন্ন প্রজাতির ২২টি গাছ ডাক বাংলোতে গত ২১ মে সকাল সাড়ে ১০টায় প্রকাশ্যে ডাক দেওয়া হয়। ডাকে স্থানীয় কাঠব্যবসায়ী সহ অন্যান্যরা অংশ গ্রহণ করে। এসময় উচ্চ দরদাতা হিসেবে গাছগুলো কাঠব্যবসায়ী রফিফুল ইসলাম রফিককে দেওয়া হয়। অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম সহ তার লোকজন সুকৌশলে ২২টি গাছের স্থানে অনিয়ম ভাবে প্রায় শতাধিক গাছ কর্তন করেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি রাস্তার দু’ধারে তদন্ত করে ২২টির স্থলে ৭৯টি গাছ কর্তন করার নমুনা পেয়েছে। এ প্রসঙ্গে জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল রহমান সাংবাদিকদের বলেন, অতিরিক্ত ৫৭টি গাছ জব্দ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রফিকুল ইসলাম রফিক বলেন, তিনি নিয়মের মধ্যে ২৯টি গাছ ডেকে নিয়েছেন এবং ২৯টি গাছ কেটেছেন, তার বেশি একটিও গাছ কাটেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ