বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : হকারদের উচ্ছেদ না করে শৃঙ্খলায় আনার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত স্ব স্ব অবস্থান থেকে ব্যবসা পরিচালনা করার সুযোগ দেয়া হয়েছে ফুটপাত হকারদের। আগামী ১ জুলাই থেকে চসিক নির্ধারিত স্থানে বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্যবসার সুযোগ পাবে হকাররা। গতকাল (বুধবার) নগরভবনের সম্মেলন কক্ষে রেজিষ্ট্যার্ড হকার সংগঠকদের সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ সিদ্ধান্ত গ্রহণ করেন। মেয়র বলেন, ফুটপাত হকার ব্যবসায়ীদের জীবন জীবিকার স্বার্থে আগামী পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত বর্তমান অবস্থানে থেকে ব্যবসা পরিচালনা করার সুযোগ দেয়া হয়েছে। সিটি মেয়র বলেন, কর্পোরেশনের প্রকৌশল বিভাগ নগরীর ফুটপাতগুলোকে টাইলস্ দ্বারা দৃষ্টিনন্দন করবে এবং আলাদা আলাদা করে দোকানের পজিশন মার্কিংসহ নাম্বারিং করে দেয়া হবে। নির্দিষ্ট আইডি কার্ডধারী হকাররা তার আইডি নম্বর অনুযায়ী নির্দিষ্ট স্থানে ব্যবসা পরিচালনা করবে। ফুটপাতে জনসাধারণ চলাচলের সুযোগ রেখে এ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। তিনি বলেন, নির্দিষ্ট স্থানের বাইরে জায়গা দখল করে কোন ধরনের ব্যবসা পরিচালনার সুযোগ পাবে না কোন হকার। দৃষ্টিনন্দন, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরী গড়ার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে হকারদের জন্য এ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও জায়গা প্রাপ্তি সাপেক্ষে হকারদের পুনর্বাসনের লক্ষে মার্কেট তৈরী করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।