Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৬ এএম, ১ জুন, ২০১৭

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : ঘূর্ণিঝড় মোরার আঘাতে উপকূলীয় বলেশ্বর নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কাঁচা ঘর-বাড়ি, মৎস্য ঘের, সবজি ক্ষেত ও গাছ-পালার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া সড়ক ও জনপদ বিভাগের সাফা-মিরুখালী সড়কে বাদুরা বাজার সংলগ্ন কার্পেটিং রাস্তা অস্বাভাবিক জোয়ারের আঘাতে ভেঙ্গে চার গ্রামের মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা সিনিয়র (ফাজিল) মাদ্রাসা, মিরুখালী কলেজ, দাউদখালী ফাজিল মাদ্রাসা, এন ইসলাম দাখিল মাদ্রাসা, সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয় বাদুরা, বাদুরা ডিএস দাখিল মাদ্রাসার তিন সহ¯্রাধিক শিক্ষার্থী চলাচল করে। এছাড়াও উপজেলার তুষখালী, ধানীসাফা, মিরুখালী ও দাউদখালী ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের চলাচলের এ সড়কটি হঠাৎ করে ভেঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়ছে।
এ ব্যাপারে পিরোজপুর সওজের উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার রহমান সড়কটি ভেঙে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ঘূর্ণিঝড় মোরা আঘাতে ভেঙে যাওয়া রাস্তাটি দুয়েক দিনের মধ্যে সংস্কার করে পুণরায় চলাচলের উপযোগী করা হবে।



 

Show all comments
  • Ahmad Anam ১ জুন, ২০১৭, ১:১০ পিএম says : 0
    তাড়াতাড়ি ব্যবস্থা নেয়া হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ