Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানী ঢাকার যানজট নিরসনে সংসদীয় কমিটির ১১ প্রস্তাব

ট্রাফিক আইন ভঙ্গে উচ্চ হারে জরিমানা আদায়ের তাগিদ

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম



স্টাফ রিপোর্টার ঃ যানজটে নাকাল রাজধানীবাসীকে বাঁচাতে হলে বিদ্যমান রাস্তাগুলো প্রসস্তকরণের কোনো বিকল্প নেই বলেই মনে করছে সংসদীয় কমিটি। সেই সঙ্গে ফুটপাত দখলমুক্ত করা, উল্টোপথে গাড়ী চলাচল রোধ সর্বোপরি আইন ভঙ্গের জন্য উচ্চ হারে জরিমানা আদায় ও ট্রাফিক আইন মানতে চালকদের বাধ্য করতেও পরামর্শ দিয়েছে কমিটি।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এলক্ষ্যে গঠিত সংসদীয় সাব কমিটি এসব বিষয় তুলে ধরে। কমিটির সভাপতি টিপু মুন্শির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. মোজাম্মেল হোসেন, মো. শামসুল হক টুকু, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং বেগম কামরুন নাহার চৌধুরী। স্বরাষ্ট্র  মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, আইজিপি এ, কে,এম, শহীদুল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, কমিটির প্রভাবশালী সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে আহবায়ক এবং আবুল কালাম আজাদ ও ফখরুল ইমামকে নিয়ে গঠিত তিন সদস্যের এই সাব কমিটি ঢাকা শহরের যানজট সমস্যার কারণ ও প্রতিকারের উপায় অনুসন্ধান করে যানজট স্থায়ীভাবে নিরসনে গুরুত্বপূর্ণ ১১টি প্রস্তাব মুল কমিটিতে উপস্থাপন করে।
এসব প্রসস্তাবের মধ্যে রয়েছে- ঢাকা শহরকে যানজটমুক্ত করতে রাস্তা সম্প্রসারণ, নির্ধারিত স্থানগুলোর ভূমিতে ইউ-লুপ নির্মাণ, ফুটপাতগুলো দখলমুক্ত করা, বাসস্টপগুলো যুক্তিসংগত জায়গায় পুনর্বিন্যাস করা, কোম্পানী বা কনসোর্টিয়ামের মাধ্যমে বাস পরিচালনা করা, নির্ধারিত সড়কগুলোতে বে পদ্ধতি চালু এবং নির্মিত বাস টার্মিনালগুলোকে পিপিপি মডেলে বহুতল বাস টার্মিনালে রুপান্তর করা।
এছাড়া ড্রাইভারদের শারীরিক ও মানসিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান, ট্রাফিক আইন ভঙ্গের জন্য উচ্চ হারে জরিমানা আদায়, গাড়ীতে পতাকা, ফ্ল্যাগ স্ট্যান্ড ও স্টিকার ব্যবহারের ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ এবং উল্টো রাস্তা ব্যবহারের ক্ষেত্রে কর্তৃপক্ষের কঠোরতা অবলম্বন। বৈঠকে সাব কমিটির এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

৯ জানুয়ারি, ২০২৩
২৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ