Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাজেদুর স্বপদে বহাল

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার দ্বিতীয় বারের মতো স্বপদে বহাল হয়েছেন। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে ২০১৪ সালের ১৮ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে উপজেলার চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে। এর প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন নং ১১২০০/২০১৪ দায়ের করেন চেয়ারম্যান। দীর্ঘদিন শুনানী শেষে গত ১৬ মে বিচারপতি মোঃ দস্তগীর হোসেন এবং বিচারপতি মোঃ আতাউর রহমান খান স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন বাতিল করেন। এ রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ আবার সিএমপি ৯১৬/২০১৭ মামলা দায়ের করে এবং উক্ত মামলার ২৫ মে/১৭ ধার্য তারিখে কোন আদেশ না হওয়ায় মহামান্য হাইকোর্টের পূর্বের রায় বহাল থাকে। যার কারণে তিনি দীর্ঘ ২ বছর ৬ মাস ১১ দিন পর দায়িত্বে ফিরলেন। এর আগে ২০১৪ সালের ২৮ মে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণের পূর্বে আইন শৃঙ্খলা বাহিনী উপজেলা চেয়ারম্যান মাজেদুর রহমানকে গ্রেফতার করেন। এরপর আদালতের আদের্শে প্যারোলে মুক্তি পেয়ে শপথ গ্রহণ করেন। চেয়ারম্যান মাজেদুর ২০১৪ সালের ২৮ জুলাই প্রথম দায়িত্ব গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ