Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাজার মনিটরিংয়ে চসিক মেয়র আ জ ম নাছির

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা এবং রোজাদারদের মাঝে ভেজালমুক্ত দ্রব্যসামগ্রী বিক্রি নিশ্চিত করার জন্য বাজার মনিটরিং এ নামলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি গতকাল (বুধবার) নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্পেশাল ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে রেয়াজউদ্দিন বাজার কাচাঁবাজারের বিভিন্ন দোকানপাট পরিদর্শন করেন। মূল্যতালিকাসহ ভেজালম্ক্তু খাদ্য, ফরমালিনমুক্ত খাদ্য, পচাঁবাসি খাবার বিক্রি হয় কিনা সে বিষয়গুলোসহ নিত্যপ্রয়োজনীয় মালামালের মূল্য এবং মালামালের ওজন ইত্যাদি বিষয়গুলো খতিয়ে দেখেন। এ সময় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন মেয়র।
তিনি বলেন, মুসলমানদের জন্য পবিত্র রমজান মাস অতিব গুরুত্বপূর্ণ ও নেয়ামতের মাস। এ মাসে খাদ্য দ্রব্যে ভেজাল দেয়া, ফরমালিন মেশানো, পচাঁ বাসি খাবার বিক্রি, মূল্য বৃদ্ধি, গুদামজাতকরন, কৃত্রিম সংকট সৃষ্টি, অধিক মুনাফা অর্জনে ওজনে কম দেয়া ইত্যাদি ইসলাম বিরোধী অপকর্ম। পবিত্র ইসলাম এ ধরনের কার্যক্রমকে সমর্থন করে না। প্রকৃত মুসলমান অধিক মুনাফার লোভে রোজাদারদের উপর জুলুম করতে পারে না। যারা এ ধরনের অপকর্মের মাধ্যমে পবিত্র ইসলামকে অপবিত্র করার অপপ্রয়াসে লিপ্ত তাদের বিবেককে জাগ্রত করে অপকর্ম বন্ধ করার পরামর্শ দেন মেয়র।
বাজার মনিটরিংয়ের সময় স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস মক্কা সুইটসের মালিক রহমত আলীকে কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৫ হাজার টাকা, ঘোষ সুইটসের মালিক মৃদুল ঘোষকে মিষ্টিতে বিষাক্ত ক্যামিকেল মিশ্রণের দায়ে ৫ হাজার টাকা, রেষ্টুরেন্ট হাউজের মালিক নাছিরকে নোংরা ও পঁচা বাসি খাবারের জন্য ২ হাজার টাকা, মাছে ফরমালিন মিশ্রনের দায়ে মাছ বিক্রেতা সুমনকে ৫ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন। একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জলযোগ হোটেলকে ৫ হাজার টাকা, জব্বার সুইটসকে ৫ হাজার টাকা, মূল্যতালিকা না থাকায় মায়ের ষ্টোরকে ২ হাজার টাকা, মাছে ফরমালিন মিশ্রণের দায়ে মাছের দোকানদার মো. তাজুলকে ২ হাজার টাকাসহ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, তারেক সোলায়মান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, রেয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ নুরুল আকবর, সাধারণ সম্পাদক আবুল কাসেম সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ