Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পী সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মৌসুমী

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সিনিয়র-জুনিয়র বেশ কয়েকজন শিল্পীর বিরুদ্ধে শো কজসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ এবং মন্তব্য করে। এতে শিল্পীদের অনেকেই ক্ষুদ্ধ হন। এ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভূমিকা নিয়েও কেউ কেউ প্রশ্ন তোলেন। অনেকে বলছেন শিল্পী সমিতির উচিত ছিল শিল্পীদের পক্ষে দাঁড়ানো। বর্তমান নবনির্বাচিত কমিটি তা করেনি। চিত্রনায়িকা মৌসুমী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক সংবাদ মাধ্যমে বলেছেন, নবনির্বাচিত কমিটির সামনে দিয়েই সিনিয়র ও জুনিয়র বিভিন্ন শিল্পীকে নিয়ে পরিচালকরা উল্টা-পাল্টা কথা বললেন। এ নিয়ে কিছু বলার ব্যাপারে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কোনো ভ‚মিকা দেখতে পাইনি আমি। স¤প্রতি নায়করাজ রাজ্জাক, আলমগীর, শাকিব খান, বাপ্পারাজ ইস্যুতে শিল্পী সমিতির ভ‚মিকা থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন মৌসুমী। মৌসুমী বলেন, বিশেষ করে রাজ্জাক ভাই, আলমগীর ভাই, শাকিব খান, বাপ্পারাজসহ বেশ কয়েকজনকে নিয়ে কথা বলার পর শিল্পী সমিতির ভ‚মিকা নেয়া দরকার ছিল। এভাবে বিনা প্রতিবাদে শিল্পীদের উপর অবমাননা কার্যক্রম পার পেয়ে গেলে, আমরা কেউই এ থেকে মুক্ত থাকতে পারব না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ