প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার বলিউডের ‘সচীন- আ বিলিয়ন ড্রিমস’, ‘সারগোশিয়াঁ’ এবং ‘থোড়ি থোড়ি সি মানমানিয়াঁ’ ফিল্ম তিনটি মুক্তি পেয়ে। এর প্রথমটি একটি প্রামাণ্য চলচ্চিত্র, বাকি দুটি কাহিনীচিত্র। যা হবার নয় তাই হয়েছে পরের দুটি যেখানে দর্শকদের মনে কোনও আবেদন সৃষ্টি করতে পারেনি সেখানে প্রথমটি শুধু সাড়াই জাগায়নি এই ধারার ফিল্মের ক্ষেত্রে রেকর্ডও সৃষ্টি করেছে। জেমন আর্স্কিনের পরিচালনায় ‘সচীন- আ বিলিয়ন ড্রিমস’তে আছেন সচীন টেন্ডুলকার, অর্জুন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, অঞ্জলি টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ এবং সারা টেন্ডুলকার; এছাড়া সচীনের ভাই নিতিন টেন্ডুলকারের ভূমিকায় অভিনয় করেছেন ময়ুরেশ প্রেম। ইংরেজি ছাড়াও হিন্দিসহ ভারতের চারটি আঞ্চলিক ভাষায় ফিল্মটি মুক্তি পায়। সামগ্রিকভাবে শুক্রবার ফিল্মটি আয় করে ৮.৬ কোটি রুপি। শনিবার আর রবিবারের আয় যথাক্রমে ৯.২ কোটি রুপি এবং ১০.২৫ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ২৮.০৫ কোটি রুপি; এর মধ্যে ২৪.৪৫ কোটি রুপি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে। সোমবার ফিল্মটির আয় ৪.২ কোটি রুপি। সপ্তাহের অন্য দুটি ফিল্ম ‘সারগোশিয়াঁ’ এবং ‘থোড়ি থোড়ি সি মানমানিয়াঁ’ বলার মত কোনও আয় করেনি। এর মধ্যে ‘সারগোশিয়াঁ’র বিশেষত্ব হল এটি পরিচালনা করেছেন ইমরান খান। এটিই যা সামান্য আয় করতে পেরেছে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।