বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি আগামী নির্বাচনে অবশ্যই অংশ নেবে-রহুল কুদ্দুস তালুকদার দুলু
বাগেরহাট জেলা সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অবশ্যই অংশ নেবে। জনগণকে সঙ্গে নিয়ে সেই নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়ও যাবে। আন্দোলন ও নির্বাচনকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা আমাদের খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠুকে নির্মম ভাবে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার বাগেরহাট জেলা বিএনপি আয়োজিত ইফতার পার্টি ও শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী নির্বাচনে কারচুপি ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা লাঠি নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেবে। ভোটবিহীন অবৈধ এ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে জনগনের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় আসবে।
তিনি আরও বলেন, এখন থেকে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি মহল্লায় পাড়ায় পাড়ায় সন্ত্রাস দমন করতে হবে। দলীয় অঙ্গসংগঠনের প্রতিটি কমিটিকে জেলা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোকে শক্তিশালী করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আগামীতে প্রতিনিটি নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে এবং জয়লাভ করবে।
বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্তকুন্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা বিএনপির সহসভাপতি ওয়াহিদুজ্জামান দিপু, ড. শেখ ফরিদুল ইসলাম, সাংগঠনিক মোজাফফর রহমান আলম, এ্যাড আসাদুজ্জামান, এ্যাড আব্দুল হাই, মোংলা পৌর মেয়র জুলফিকার আলী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।