বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের ঢালার পাড় অযোদ্ধা গ্রামের এক সন্তানের জনণী গৃহবধূকে বন্নি বেগমকে (২০) হত্যার অভিযোগ করেছে তার পিতৃ পরিবার। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী মো. মিলন শেখ (৩২) ও শশুর আব্দুল মালেক শেখকে (৫৫) আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের শাশুড়ি বাড়ী ছেড়ে পালিয়ে গেছে। নিহতের পরিবার জানায়, তিন বছর আগে মিলন শেখের সাথে বন্নির বিবাহ হয়। বিভিন্ন সময়ে তার উপর নির্যাতন করা হতো। সোমবার রাত ১২টার দিকে বন্নি মারা গেছে বলে মোবাইলে জানালে তারা এসে লাশ দেখতে পায়। তারা জানান, লাশের শরীতে আঘাতের অনেক দাগ রয়েছে। চরভদ্রাসন থানা পুলিশের উপ-পরিদর্শক স্বপন কুমার নিহতের শরীরে আঘাতের দাগ থাকার বিষয়টি স্বিকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের স্বামী মো. মিলন শেখ (৩২) ও শশুর আব্দুল মালেক শেখকে (৫৫) আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।