Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা করুণ অবস্থায় আছি -প্রধান বিচারপতি

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আমরা করুণ অবস্থায় আছি। সরকার প্রাইমারি স্কুল, ইউনিয়ন পরিষদে কম্পিউটার  দেয়। কিন্তু আমার বিচারকদের একটা কম্পিউটার দিতে পারেন না! বিচারকদের থাকার জায়গা নেই। এই সুপ্রিম কোর্টের একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নেই। অফিসারের বসার রুমও নেই। অথচ সুপ্রিম কোর্ট দেশের জনগণের স্বার্থে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব সময় পদক্ষেপ নিয়েছে। গতকাল মঙ্গলবার বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানিতে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, আমি হাজারটা উদাহরণ দিতে পারি যে, দৃষ্টান্ত রেখে চলেছে আমাদের সুপ্রিম কোর্ট। ওই যে নারায়ণগঞ্জের সাত খুন মামলা, সারা পৃথিবীতে চাঞ্চল্যের সৃষ্টি করল। সারা দেশের মানুষ একটা ন্যায়বিচারের প্রত্যাশা করল।
এই সুপ্রিম  কোর্টের ইন্টারফেয়ারে ওই মামলার জট খুলে গেল। আমি যদি হাজারীবাগের ট্যানারির কথা বলি, তাহলে বলব, এই সুপ্রিম কোর্টের ইন্টারফেয়ারেই ট্যানারি স্থানান্তরিত হলো। এই শহর দূষণের হাত  থেকে রক্ষা পেল। আমি যদি বলি, গুলশান, বারিধারা  লেক আর শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা রক্ষা পেল।
তিনি বলেন, আমরা বিচার করি বিচার বিভাগের স্বার্থে, ন্যায়বিচারের স্বার্থে। দেশের জনগণের স্বার্থে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব সময় পদক্ষেপ নিয়েছে। জনগণের স্বার্থ জড়িত থাকলে সেখানে যতই ক্ষমতাশালী থাকুক না কেন সেখানে বিচারকরা বিচার করতে ভয় পায়না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর সংবিধান করা হয়েছে। পরবর্তীতে এই সংবিধান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইচ্ছামতো সংশোধন করা হচ্ছে। জগাখিচুড়ি হয়ে যাচ্ছে।  
প্রধান বিচারপতি বলেন, আমাদের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন আছে। সেখানে একটি সিলেবাস আছে। তাতে বলা আছে কোন কোন ক্ষেত্রে প্রশ্ন করা যাবে। এর বাইরে যেয়ে প্রশ্ন করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। কমিশনের চেয়ারম্যানকে বিদেশ যেতে হলে সরকারের অনুসতি নিতে হয়। হাত-পা এমনভাবে বেধে রেখেছেন যে। শুনানি এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, এখানে যাঁরা আছেন, বিচারকরা সবাই স্বাধীন, আমি ছাড়া। প্রধান বিচারপতি কতটা পরাধীন?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ