Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে গাইনী ডাক্তারে জিম্মি রোগীরা

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরে দীর্ঘ কয়েক বছর ধরে প্রসূতী মায়েরা গাইনী ডাক্তারদের নিকট জিম্মী। ফরিদপুরে প্রায় ৫০ জন গাইনী ডাক্তার কর্মরত আছেন। এদের মধ্যে অন্যতম গাইনী ডাক্তাররা হচ্ছেন, ডা. দিলরুবা জেবা, ডা. জেবুননেসা পারভীন, ডা. শাহানা সুলতানা, ডা. বিথী, ডা. সামিহা প্রমুখ। উপরোক্ত ডাক্তাররা কেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কেহ ফরিদপুর জেনারেল হাসপাতাল কেহ পরিবার পরিকল্পনায় কর্মরত আছেন। কিন্তু গাইনী ডাক্তাররা প্রসূতী মায়েদের হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা সেবা দিচ্ছে না। কোন প্রসূতী মায়েরা হাসপাতালে ভর্তি হতে গেলেই তাদেরকে কোন না কোন অজুহাতে হাসপাতে ভর্তি না করে প্রাইভেট হাসপাতালে ভর্তি হবার নির্দেশ দেন এবং বলে থাকেনন এই হাসপাতালে কোন যন্ত্রপাতি নেই। আপনাদের সিজার করার প্রয়োজন হলে করা যাবে না। যদিও কোন ক্ষেত্রে করা যায় সেই ক্ষেত্রে আপনাকে ৭/৮দিন দেরি হবে। তার কারন ভর্তির সিরিয়াল অনুযায়ী আপনাদের সিজার করতে হবে। যদি কোন প্রসূতী মায়ের তাৎক্ষণিক সিজার করার প্রয়োজন হয় ওই মূহুর্তে উপরোক্ত ডাক্তারগুলো হাসপাতালে সিজার করতে অপারগতা প্রকাশ করে। তখন বাধ্য হয়েই প্রসূতী রোগীর স্বজনরা ওই ডাক্তারের সাথে চুক্তিবদ্ধ হয়ে প্রাইভেট ক্রিনিকে প্রসূতী মাকে সিজার করানো হয়। এভাবে প্রতিটি প্রসূতী রোগীর স্বজনদের থেকে ২৫/৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। এই অপকর্মগুলো ফরিদপুরে দীর্ঘদিন ধরে চলে আসছে। ডাক্তাররা এতই প্রভাবশালী এ বিষয়ে এদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করা যায় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ