প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছেন লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। গত রোববার দুপুরের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মিমের মা ছবি সাহা জানান, কলকাতা থেকে ফেরার পর মিম ভালো ছিল। হঠাৎ রোববার দুপুরে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার কারণে রাতে একেবারেই কথা বলতে পারেনি। শুরুতে অতিরিক্ত জ্বর, এরপর পুরো শরীরজুড়ে অসহ্য ব্যথা আর বমি হয়। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, এটা চিকুনগুনিয়া রোগ। স¤পূর্ণ বিশ্রাম আর চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ দেন ডাক্তার। মিম এখন পূর্ণ বিশ্রামে। উল্লেখ্য, গত সপ্তাহে মিম কলকতার সৃজিত মুখার্জির পরিচালনায় ইয়েতি অভিযান নামে একটি সিনেমার প্রথম লটের কাজ শেষ করে দেশে এসেছেন। এতে মিমের সঙ্গে অভিনয় করছেন প্রসেনজিৎ ও ফেরদৌস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।