রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : উপক‚লীয় বলেশ্বর নদীতে জেলেদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা না পেয়ে তিন জেলেকে ধরে নিয়ে নির্যাতন করেছে কোষ্টগার্ড সদস্যরা। উপজেলার বড়মাছুয়া গ্রামের সোহাগ (২০), জসিম (২১) ও বেলাল (২৫) নামে তিন জেলে ওপর এমন নির্যাতনের অভিযোগ করেন। অভিযোগে জানা গেছে, জীবন জীবিকার তাগিদে বলেশ্বর নদ তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় ২ শতাধিক জেলে মাছ ধরে আসছিল। জেলে জামাল, শাহিন ও নজির জানান কোষ্টগার্ড আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে জাল প্রতি এক হাজার টাকা করে মাসোয়ারা নেয়। বর্তমানে নদীতে মাছ না পাওয়ায় জেলেরা মাছুয়া খালে জাল মেরামতের কাজ করছিল। এসময় কোষ্টগার্ডের টহল দল এসে মাসোয়ারা দাবী করেন। কোষ্টগার্ডের দাবীকৃত টাকা দিতে না পারায় মাছুয়া গ্রামের জামালের ছেলে সোহাগ, হালিমের ছেলে জসিম ও শাহ আলম খন্দকারের ছেলে বেলারকে গত সোমবার বিকেলে ধরে নিয়ে যায়। এ সময় কবির হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে দুই ছড়া জাল নিয়ে যায়। আহত কবিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোড়েলগঞ্জের কোষ্টগার্ড ইনচার্জ মনিরুজ্জামান জানান, জেলেরা আমাদের ওপর মারমুখী হয়ে আক্রমণ করতে এলে ধাওয়া করে ধরে তিন জেলেকে আটক করা হয় এবং জেলে কবির বোট থেকে লাফিয়ে পড়ে আহত হন। আটককৃত জেলেদের মোড়েলগঞ্জ চন্ডিপুর লঞ্চঘাট ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে কোষ্টগার্ড মংলা অঞ্চলের প্রধান লেঃ কমান্ডার ফরিদ মিয়া মাসোয়ারা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।